দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন হাউজিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২৪ ১৬:১৩:০০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৪২ বারে ১৮ লাখ ৯৮ হাজার ৪৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ১৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সি পার্লের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১৮ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ৩৩১ বারে ৬ লাখ ৫৩ হাজার ৯৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৬২ বারে ১৩ লাখ ৭৬ হাজার ১৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ঢাকা ইন্স্যুরেন্সের ৬.৩৮ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৬.৩৮ শতাংশ, অনন্য হোটেল ও রিসোর্টের ৬.২০ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৫.৯৬ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৩৮ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.২৬ শতাংশ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.১৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস