দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারকে পিকআপের ধাক্কা, নিহত ১

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-২৪ ১৬:১৬:১০


বঙ্গবন্ধু শেখ মুজিব মহাসড়কের ভাঙ্গা টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারকে নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যান ধাক্কা দিয়েছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, মাওলানা মহিউদ্দিন আল আজাদী (৫০)। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার দামপাড়া গ্রামের প্রয়াত খোরশেদ আলমের ছেলে। আহতরা হলেন গাড়ির চালক ও মাওলানার সহযোগী।

জানা গেছে, ওই প্রাইভেটকারে থাকা একজন মাওলানা তার সহযোগী ও চালককে নিয়ে সোমবার রাতে খুলনার বাগেরহাট থেকে একটি ওয়াজ মাহফিলের অনুষ্ঠান শেষে ঢাকায় তার বাড়িতে ফিরছিলেন। ভাঙ্গায় টোল প্লাজায় টোল দেওয়ার জন্য ৫ নং লেনে অপেক্ষমাণ ছিল প্রাইভেটকারটি। পেছন থেকে একটি মালবাহী পিকআপের ধাক্কায় প্রাইভেটকারটির সঙ্গে সামনে থাকা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে মাওলানা ঘটনাস্থলে নিহত হন।

টোল প্লাজার ইনচার্জ জাকারিয়া হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক ওই মাওলানাকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এম জি