অতিরিক্ত আইজিপি হলেন ৪ পুলিশ কর্মকর্তা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২৫ ১৯:০৩:১৮


বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সমমর্যাদার চারজন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পুলিশ সদরদপ্তরের জামিল আহমদ, পুলিশ স্টাফ কলেজের মো. হুমায়ুন কবির, পুলিশ সদরদপ্তরের ওয়াই এম বেলালুর রহমান ও ঢাকা মেট্রোপলিটনের মীর রেজাউল আলম।

গত বছর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, এসবি প্রধান মো. মনিরুল ইসলামসহ সাত কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়।

বনজ কুমার ও মনিরুল ছাড়াও অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া অন্য পাঁচজন হলেন- উপ-পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মোহাম্মদ তারিক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি হাসান উল হায়দার, বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, শিল্প পুলিশের ডিআইজি মাহবুবুর রহমান ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি হারুন অর রশিদ।

আই এইচ