বৃষ্টির সম্ভাবনা আজ!

প্রকাশ: ২০১৬-০৪-১৫ ১৫:১৪:২৯


abhaoya20160415090258প্রায় দু’সপ্তাহ পার হতে চলল রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা নেই। সর্বশেষ রাজধানীতে বৃষ্টি ঝরেছিল গত ২ এপ্রিল। এরপর বৃষ্টি দূরে থাক, আকাশে মেঘের ছিটেফোঁটাও নেই। রোজই থাকছে আগুনঝরা রোদ। ফলে গ্রীষ্মের দাবদাহে ঢাকাবাসীর প্রাণ ওষ্ঠাগত। তবে আশার খবর হচ্ছে বৃহস্পতিবার বিকেল থেকে রাজধানীর আকাশে মেঘে দেখা গেছে। যা বৃষ্টিরই পূর্বাভাস দিচ্ছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় আজ (১৫ এপ্রিল) অথবা কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকালের আবহাওয়া অধিদফতরে সর্বশেষ পূর্বাভাস অনুয়ায়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলসহ সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, সিলেট অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শ্রীমঙ্গলেও সামান্য বৃষ্টি হয়েছে। এছাড়া টাঙ্গাইল ও ময়মনসিংহের কিছু এলাকায় সামান্য বৃষ্টি ঝরেছে।

শুক্রবার সকাল ৯টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল (বৃহস্পতিবার) ছিল ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবার একই সময় ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

সানবিডি/ঢাকা/আহো