ট্রেজারি বিল বন্ড

ডিলার হিসেবে নিয়মিত কার্যক্রম পরিচালনার অনুমোদন পেল রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-২৬ ২০:৪৪:১০


সরকারের ট্রেজারি বিল ও বন্ডের ইস্যু এবং সেকেন্ডারি মার্কেটে ক্রয়-বিক্রয়ের অনুমোদন রূপালী ব্যাংক লিমিটেডকে এক বছর আগেই দেওয়া হয়েছিল। এবার ব্যাংকটিকে ডিলার হিসেবে নিয়মিত কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।

বাংলাদেশ সরকারের ট্রেজারি বিল ও বন্ডের ইস্যু এবং ইস্যু পরবর্তী ক্রয়-বিক্রয়ের সেকেন্ডারি মার্কেট সক্রিয়করণের লক্ষে ২০২১ সালের ৩০ ডিসেম্বর রূপালী ব্যাংক লিমিটেডকে সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। প্রাইমারি ও সেকেন্ডারি মার্কেটে বিগত এক বছরের কার্যক্রম বিবেচনাপূর্বক রূপালী ব্যাংক লিমিটেডকে প্রাইমারি ডিলার হিসেবে নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন প্রদান করা হলো।

এ নির্দেশনা চলতি বছরের ২ জানুয়ারি থেকে কার্যকর বলে গণ্য হবে।

এএ