শাহবাগে সমকামিদের মিছিলের চেষ্টা: আটক ৪

আপডেট: ২০১৬-০৪-১৫ ১৬:০৮:১৯


6_11রাজধানীতে ৪ সমকামিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চারুকলার শোভাযাত্রার পরে তারা ‘রঙধনু শোভাযাত্রা’ বের করার চেষ্টা করলে চার জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো- রংপুরের কাউনিয়া থানার তাপস রায় (২০), মুন্সিগঞ্জ জেলার টুরাগবাড়ী থানার রাফা রহমান (৩০), রাজধানীর ধানমন্ডি থানার রিফাত বিন জুনায়েদ (২১) ও কুডিগ্রাম জেলার উলিপুর থানার মেহেদী হাসান(১৯)।

জানা গেছে, সকালে মঙ্গল শোভাযাত্রার পর ‘রূপবান’ নামে একটি সংগঠন ‘রঙধনু যাত্রা’ নামে একটি র‌্যালির আয়োজনের চেষ্টা করে। তারা কবি কাজী নজরুল ইসলামের সমাধির সামনে চ্যানেল আই এর কাছে তাদের সমকামিতার পক্ষে কথা বলার চেষ্টা করে। এই বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে এলে তারা শাহবাগ থানা পুলিশকে জানায়। তখন পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, তাদেরকে আটকের পর থানা হাজতে রাখা হয়েছে ।

গত কয়েক বছর থেকে এই র‌্যালির আয়োজন করছে সমকামিদের সংগঠন ‘রূপবান’। এই নামে একটি সাময়িকীও বের হয়। এরা গত কয়েক দিন ধরেই র‌্যালির বিষয়ে প্রচারণা চালিয়ে আসছিল।

সানবিডি/ঢাকা/আহো