রাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০১-২৭ ১৬:১৪:৪৪
রাজধানীর লালবাগে বিডিআর-২ নম্বর গেটের পাশের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) নতুন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই নতুন মিয়া বলেন, আমরা খবর পেয়ে লালবাগের বিডিআর-২ নম্বর গেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় একব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আশপাশের লোকজনের কাছে জানতে পারি ওই ব্যক্তি লালবাগ এলাকাতেই থাকতেন। তিনি ভবঘুরে ছিলেন। ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে।
এম জি