ইয়েমেনে ১৩ সেনাকে হত্যা করলো জঙ্গি
প্রকাশ: ২০১৬-০৪-১৫ ১৬:৪২:৫৫
ইয়েমেনে সেনাবাহিনীর ১৩ সদস্যকে হত্যা করেছে জঙ্গিরা। দেশটির সানা প্রদেশে সেনা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। দেশটিতে চলতি সপ্তাহে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও সহিংসতা শেষ হচ্ছে না। আরব নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
জঙ্গিরা সানার উত্তর-পূর্বাঞ্চলীয় নিহম এলাকায় সেনাবাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। তবে ওই এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেই সহিংসতা ছড়িয়ে পড়ছে।
প্রসঙ্গত, দেশটিতে রোববার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে ওই সেনাদের হত্যার দায়ভার গ্রহণ করেনি কোনো পক্ষ।
সানবিডি/ঢাকা/আহো