আত্মহত্যা করলেন পপি!

প্রকাশ: ২০১৬-০৪-১৫ ১৭:৩৮:৪৫


1460718090বাংলা চলচ্চিত্রে তিনি একজন গুণী অভিনেত্রী। অভিনয় দক্ষতা দিয়ে এরই মাঝে ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার নিজের করে নিয়েছেন সাদিকা পারভীন পপি। জীবনের ৩৪ টি বসন্ত পার করে চলেছেন একা একা।
এরই মাঝে খবর এলো গুণী এই নায়িকা আত্মহত্যা করছেন। নিজের মনের মানুষকে কাছে না পেয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

তবে এই আত্মহত্যা পর্দায় উপস্থাপন করেছেন। চলতি মাসে একটি নাটকের অভিনয়ের খাতিরেই তাকে আত্মহত্যা করতে হয় তাকে। ত্যাগ শিরোনামের নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো