পেরুতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২৯ ০৯:৪৮:২৬


পেরুর উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) দেশটির এল আল্টো জেলায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন। এরমধ্যে কিছু হাইতির নাগরিকও ছিল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্যমতে, পেরুতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশটির অনেক চালকই প্রশিক্ষণ ছাড়াই ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়কে গাড়ি চালায়।

উল্লেখ্য, ২০২১ সালে আন্দিজ পর্বত সংলগ্ন একটি হাইওয়ে থেকে বাস খাদে পড়ে ২৯ জন নিহত হন।

এম জি