সিলেটে শুক্রবারের পরিবহন ধর্মঘট স্থগিত
প্রকাশ: ২০১৬-০৪-১৫ ১৮:২৪:৩৫
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় পেট্রলপাম্প ভাঙচুরের ঘটনায় শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা শুক্রবারের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
এর আগে বুধবার দুপুর ১টার দিকে সিলেট মহানগরীর কদমতলী বাসটার্মিনালে আয়োজিত এক সমাবেশে এ ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সামসুল হক মানিক জানান, আমরা দুইটি দাবিতে ধর্মঘট আহ্বান করেছিলাম। দাবিগুলো হলো, সেলিম আহমদ ফলিকসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও আমাদের দেয়া মামলা গ্রহণ করে আসামিদের গ্রেফতার।
তিনি আরো বলেন, প্রশাসন একটি দাবি মেনে নিয়েছে। সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্প মালিক সমিতি, সিলেট বিভাগীয় শাখার সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরীকে আসামি করে দায়েরকৃত মামলাটি গ্রহণ করেছে। দক্ষিণ সুরমায় একটি সিএনজি ফিলিং স্টেশনে শ্রমিকদের পেট্রল পাম্প মালিকরা মারধর করেছে। এ ঘটনায় জুবায়েরসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছি। দক্ষিণ সুরমা থানা পুলিশ মামলাটি গ্রহণ করায় আমরা ধর্মঘট স্থগিত করেছি। শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।
উল্লেখ্য, গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত দক্ষিণ সুরমা বাইপাসে সাউথ সুরমা সিএনজি অ্যান্ড পেট্রলিয়াম ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
পেট্রল পাম্প মালিকদের অভিযোগ, সেলিম আহমদ ফলিকের নির্দেশেই সাউথ সুরমা সিএনজি অ্যান্ড পেট্রলিয়াম ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও তিন লাখ ৬৪ হাজার ১৬৬ টাকা লুট করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো