চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল সূচি

প্রকাশ: ২০১৬-০৪-১৫ ১৮:৪৯:৪৬


11_109441শুক্রবার ড্রয়ে ঠিক হয়ে গেলো চ্যাম্পিন্স লিগের সেমিফাইনালে কারা কারা মুখোমুখি হবে। দশবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে প্রথমবার শেষ চারে উঠা ম্যানচেস্টার সিটির। অন্য সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ।

দুর্দান্ত ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। অনবদ্য ছন্দে ক্রিশ্চিয়ানো রোনালদো। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে উলভসবার্গের কাছে ২-০ গোলে হারলেও দ্বিতীয় লেগে ৩-০ ব্যবধানে জেতে রিয়াল। হ্যাটট্রিক করেন রোনালদো।

এই নিয়ে টানা ছয়বার চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠল রিয়াল। প্রতিপক্ষ হিসেবে তারা পেল ম্যান সিটিকে। প্রিমিয়ার লিগের একমাত্র ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টিকে রয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল।

অন্যদিকে, অপর সেমিফাইনালে অ্যাতলেটিকো-বায়ার্নের মধ্যে জমজমাট লড়াই হবে বলে মনে করা হচ্ছে৷ বার্সেলোনার মতো শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালে উঠে এসেছে অ্যাতলেটিকো।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ফিকশ্চার

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি (২৬ এপ্রিল)

অ্যাতলেটিকো মাদ্রিদ- বায়ার্ন মিউনিখ (২৭ এপ্রিল)

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি (৪ মে)

বায়ার্ন মিউনিখ-অ্যাতলেটিকো মাদ্রিদ (৩ মে)

ফাইনাল-২৮ মে

সানবিডি/ঢাকা/আহো