মাতামুহুরী নদীতে ডুবে দুই ছাত্রের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৪-১৫ ১৯:৫৪:১৫
কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মাতামুহুরীর পশ্চিম দিগরপানখালী ১নং বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো, চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে নুরহান (১৪) ও আবু ছালামের ছেলে মোহাম্মদ মিরাজ উদ্দিন (১৩)।
নুরহান পৌরসভার মগবাজারস্থ শেখ রাসেল স্কুলের সপ্তম শ্রেণি এবং মিরাজউদ্দিন স্থানীয় নুরানী মাদরাসার ছাত্র।
স্থানীয়রা জানান, সকালে তারা দুই বন্ধু মিলে মাঠে খেলতে যায়। খেলা শেষে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। ওই সময় দুইজনেই পানিতে ডুবে যায়। গোসল করতে যাওয়া অন্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পানিতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর নুরহানের মরদেহ ভেসে উঠলেও মিরাজের সন্ধান পাওয়া যাচ্ছিল না।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিরাজকে উদ্ধার করে।
পরে দুই কিশোরকে চকরিয়া সরকারি হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নদীতে ডুবে দুই ছাত্রের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
সানবিডি/ঢাকা/আহো