সমমনা জোটের সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-৩০ ০৯:১৩:৪৫
জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিকেলে বৈঠকে বসবে বিএনপি। সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় গুলশানে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিয়াজোঁ কমিটির সদস্য ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু উপস্থিত থাকবেন।
সমমনা জোটের নেতাদের মধ্যে এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমীন বেপারী, গণ-দল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানী চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগ সাধারণ সম্পাদক নাসিম খান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মন্ডলের উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বররে ন্যাশনাল পিপলস পার্টির নেতৃত্বে ১১ দলীয় ‘জাতীয়তাবাদী সমমনা জোট’র আত্মপ্রকাশ হয়েছে।
এম জি