যুক্তরাষ্ট্রে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-৩০ ১০:২৯:৪৫
যুক্তরাষ্ট্রের লুইসভিলেতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার (২৯ জানুয়ারি) দুর্ঘটনায় আরও তিন আরোহী গুরুতর আহত।
আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও একজনের অবস্থা সঙ্কটাপন্ন। কর্তৃপক্ষ জানায়, কানাডা সীমান্তের খুব কাছেই হয়েছে এ দুর্ঘটনা। ভারী তুষারপাতের কারণে পিচ্ছিল ছিল হাইওয়ে। এসময় দুটি যানের চালকই নিয়ন্ত্রণ হারান। যাত্রীবাহী মিনিবাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে ট্রাকটির। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের যাত্রীরা।
এ ঘটনায় দুটি যানের চালককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। পূর্ণাঙ্গ কারণ জানতে চলছে তদন্ত।
এম জি