বিপিএল: টস হেরে ব্যাটিংয়ে ঢাকা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-৩০ ১৩:৪৯:৩৮
নিজেদের বাঁচা-মরার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামছে ঢাকা ডমিনেটর্স। রংপুরের সামনে শেষ চারের আশা আরও একটু উজ্জ্বল করে তোলার লক্ষ্য আর ঢাকার সামনে নিজেদের দুর্দশা কাটিয়ে চলতি বিপিএলে টিকে থাকাই ঢাকার লক্ষ্য।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১টা ৩০ মিনিটে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে ঢাকা ডমিনেটর্স। আজ জিতে পয়েন্ট টেবিলের চার নম্বর থেকে তিন নম্বরে ওঠার সুযোগ নেওয়ার লক্ষ্যে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
টানা ছয় হারের পর শেষ ম্যাচে জয় তুলে নিয়ে এখন নিজেদের নিভু নিভু আশা বাঁচিয়ে রেখেছে ঢাকা। আর শেষ দুই ম্যাচে টানা দুই জয় তুলে নিয়ে শেষ চারের লক্ষ্যে নিজেদের বেশ মজবুত অবস্থানে নিয়ে গেছে রংপুর।
আজকের ম্যাচে জিতলে রংপুরের শেষ চারে যাওয়ার আশা আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে। আর ঢাকার সামনে বাস্তবিকভাবে অসম্ভব মনে হলেও কাগজে কলমে এখনও রয়ে গেছে আশা।
রংপুর রাইডার্স একাদশ:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী, নাঈম শেখ, আজমতউল্লাহ ওমরজাই, হারিস রউফ, শোয়েব মালিক, রনি তালুকদার, মোহাম্মদ নওয়াজ, শামীম পাটওয়ারি, রাকিবুল হাসান, হাসান মাহমুদ।
ঢাকা ডমিনেটর্স একাদশ:
নাসির হোসেন (অধিনায়ক), অ্যালেক্স ব্লেক, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, তাসকিন আহমেদ, আমির হামজা হোতাক, আল আমিন হোসেন, উসমান গণি, সালমান ইরশাদ, আরিফুল হক, মিজানুর রহমান।
এম জি