ইউসিবি স্টক ব্রোকারেজের উত্তরা ব্রাঞ্চের উদ্বোধন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০১-৩০ ২০:২৫:২৭
ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের উত্তরা ব্রাঞ্চের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (২৫ জানুয়ারী) উত্তরার রবীন্দ্র সরণিতে এ ব্রাঞ্চের উদ্বোধন করা হয়।
উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে উত্তরা ব্রাঞ্চের উদ্বোধন ঘোষণা করেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রহমত পাশা।
উদ্বোধনের পর থেকেই ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের অন্যান্য ব্রাঞ্চের মতো এ ব্রাঞ্চেও সেবা প্রদান করা শুরু হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এএ