কলকাতাকে ১৪৩ রানের টার্গেট দিল হায়দরাবাদ
আপডেট: ২০১৬-০৪-১৬ ১৯:০৬:৪৫
আইপিএলের নবম আসরের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেছে হায়দরাবাদ। জয়ের জন্য কলকাতাকে করতে হবে ১৪৩ রান।
হায়দরাবাদের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৫১ রান করেন ইয়ান মরগান। তার ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কার মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে নামার ওঝার ব্যাট থেকে। বল হাতে কলকাতার উমেশ যাদব ৩টি ও মরনে মরকেল ২টি উইকেট পান। ১টি উইকেট পান আন্দ্রে রাসেল। সাকিব আল হাসান ৩ ওভার বল করে ১৮ রান দিয়ে কোনো উইকেট পান না।
কলকাতা দলে আজ দুটি পরিবর্তন আসছে। হ্যাস্টিং ইনজুরিতে। আর পেটের পীড়ায় ভুগছেন হগ। তাদের পরিবর্তে খেলছেন সাকিব আল হাসান ও মরনে মরকেল।
অন্যদিকে হায়দরাবাদের আশিষ নেহেরার পরিবর্তে আজ খেলছেন বীরেন্দ্রর স্রান।
কলকাতা এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। তার একটিতে জিতেছে। হেরেছে অন্যটিতে। অন্যদিকে হায়দরাবাদ এর আগে একটি ম্যাচ খেলেছে। সেটিতে ৪৫ রানের ব্যবধানে হেরেছে হায়দরাবাদ।
সানবিডি/ঢাকা/মেহেদী