জিপিএইচ ইস্পাতের রাইট আবেদন শুরু

প্রকাশ: ২০১৬-০৪-১৭ ১০:২৫:০৬


gph-ispatপুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের অগ্রাধীকার মূলক (রাইট) শেয়ারের আবেদন শুরু আজ। চলবে আগামী ১২ মে পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, রেকর্ড ডেটের দিন যাদের হাতে শেয়ার ছিল শুধু তারাই রাইট শেয়ারের জন্য আবেদন করতে পারবে। রেকর্ড ডেট ছিল গত ৮ মার্চ।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৬তম কমিশন সভায় জিপিএইচ ইস্পাতকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেয় বিএসইসি।

জানা যায়, জিপিএইচ ইস্পাত বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে তিনটি করে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করে। প্রতিটি রাইট শেয়ারের জন্য কোম্পানিটি ৪ টাকা প্রিমিয়ামসহ ১৪ টাকা করে নেবে।

কোম্পানিটি ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার শেয়ারের বিনিময়ে পুঁজিবাজার থেকে ২৬১ কোটি ৯৫ লাখ ৪০ টাকা তুলবে।

রাইট শেয়ারে ডকুমেন্ট অনুযায়ী, ৩১ জানুয়ারি, ২০১৫ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯৪ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৫ টাকা ৯৯ পয়সা।

সূত্র মতে, কোম্পানিটি এ টাকা দিয়ে ব্যবসা সম্প্রসারণ করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করবে।

ইস্যু-ম্যানেজার হিসাবে কাজ করেছে ব্যানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও লংকাবাংলা ইনভেস্টমেন্টস।