এনসিসি ব্যাংক এবং বাংলাদেশী মানি এক্সচেঞ্জ কানাডা এর মধ্যে রেমিটেন্স বিতরণ চুক্তি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-৩১ ১৭:৩৬:৪৮


কানাডা ও আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কর্ষ্টাজিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, স্বল্প সময় ও সহজতম উপায়ে দেশে বসবাসরত আত্মীয়স্বজনের নিকট পৌঁছানোর লক্ষ্যে এনসিসি ব্যাংক লিঃ কানাডার “বাংলাদেশী মানি এক্সচেঞ্জ লিঃ” এর সাথে রেমিটেন্স চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশী মানি এক্সচেঞ্জ লিঃ এর মাধ্যমে কানাডা ও আমেরিকা থেকে সংগৃহীত রেমিটেন্স এর অর্থ এনসিসি ব্যাংক ও এর সহযোগী এনজিও এবং সাব-এজেন্ট এর শাখা হতে প্রদান করতে সক্ষম হবে।

সোমবার (৩০ জানুয়ারি) এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং বাংলাদেশী মানি এক্সচেঞ্জ লিঃ, কানাডা এর চেয়ারম্যান কাজল বিল্লাহ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ রাফাত উল্লা খান ও মোঃ মাহবুব আলম, এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, ইভিপি এবং রেমিটেন্স ও এনআরবি সার্ভিস বিভাগের প্রধান মোঃ মাহ্ফুজুর রহমান এবং ইভিপি ও ট্রেজারী ফ্রন্ট অফিস প্রধান মোহাম্মদ শরীফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এএ