নারায়নগঞ্জে রূপালী ব্যাংকের ভূঁইগড় উপশাখা উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০১ ১৬:৫৮:০৫
স্মার্ট ব্যাংকিং সুবিধা নিয়ে নারায়নগঞ্জ জেলার ফতুল্লায় রূপালী ব্যাংক লিমিটেডের ১৯তম উপশাখা হিসেবে ভূঁইগড় উপশাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপ-শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতারের সভাপতিত্বে ঢাকা উত্তরের বিভাগীয় প্রধান মোহাম্মদ নাজমুল হুদা, ডিজিএম মো. মঈন উদ্দিন মাসুদ ও আবু ইউসুফ মোহাম্মদ জাকারিয়াসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এএ