রৌসেফের অভিশংসন নিয়ে নিম্নকক্ষে ভোট
প্রকাশ: ২০১৬-০৪-১৮ ১০:৩৩:০৭
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসনদেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে ভোট চলছে। প্রায় অর্ধেকের মতো ভোটগ্রহণ শেষে তার প্রতিপক্ষ বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। ভোট নিয়ে বেশ বিপাকে আছেন রৌসেফ।
পার্লামেন্টের নিম্নকক্ষে ৩শ ৪২ ভোটের মধ্যে দুই তৃতীয়াংশ সমর্থন পাওয়া গেলেই প্রস্তাবটি চূড়ান্ত হবে। প্রস্তাবটি সিনেটের উচ্চকক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেলেই প্রেসিডেন্ট দিলমা রৌসেফ স্থায়ীভাবে পদচ্যুত হবেন। খবর বিবিসির।
এ পর্যন্ত ৫শ ১৩ টির মধ্যে ৪শ` ভোটগ্রহণ হয়েছে যার মধ্যে ২শ ৯৭ জনই রৌসেফের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। আর ৯৭ জন তার অভিশংসনের বিপক্ষে ভোট দিয়েছেন।
রৌসেফের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ২০১৪ সালে পুন:নির্বাচনের সময় তিনি বাজেট আইন ভঙ্গ করেছেন এবং সরকারি বিভিন্ন খাতে দুর্নীতি করেছেন। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের কোটি টাকার একটি প্রকল্পেও দুর্নীতি করেছেন তিনি। তবে এসব দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন রৌসেফ। তিনি এই অভিশংসন প্রক্রিয়াকে বেসামরিক অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন।
রৌসেফের বিরোধীরা তার এই দুর্নীতির জন্য তার বিরুদ্ধে এক হাত নিয়েছেন। তাদের কারণেই রৌসেফকে অভিশংসনের মুখে পড়তে হল। বেশ কিছুদিন ধরেই এই অভিশংসন প্রক্রিয়া নিয়ে বিতর্ক চলছে। বিরোধী দলসহ অনেকেই চান রৌসেফকে সরিয়ে দিতে।
রৌসেফের অভিশংসন প্রক্রিয়ার পক্ষে-বিপক্ষে কংগ্রেস ভবনের সামনে এবং দেশের বিভিন্ন শহরে প্রায় ২৫ হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস