ডিএসইতে ২ ঘণ্টায় ১৯৪ কোটি টাকা লেনদেন
প্রকাশ: ২০১৬-০৪-১৮ ১৪:৫৫:৪৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্যসূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছে। আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে ১৯৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৭টি কোম্পানির। আর দর কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
লেনদেনের দুই ঘণ্টায় ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৯৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৬ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে। আজ সিএসই সার্বিক সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫২৯ পয়েন্টে। এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ২০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টির।
সানবিডি/ঢাকা/আহো