‘ভেস্তে’ গেল বৈঠক, তেলের দর কমল ৭%

প্রকাশ: ২০১৬-০৪-১৮ ১৫:১১:২০


energy-ministerতেলের দর বাড়াতে গতকাল রোববার কাতারের দোহায় বৈঠকে বসে এর উৎপাদক দেশগুলো। কিন্তু এতে ইরান সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত বৈঠক  ভেস্তে যায়।

এতে করে আজ সপ্তাহের প্রথম দিনেই বড় ধরনের প্রভাব পড়ে বাজারে। এদিন আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল অপেক্ষাকৃত উন্নতমানের অপরিশোধিত ব্রেন্টক্রুড শ্রেণির তেলের দর ৭ শতাংশ নেমে যায়। ব্যারেলপ্রতি বিক্রি হয় ৪১.২৩ ডলারে। অন্যদিকে ইউএস ক্রুড শ্রেণির তেলের দরও ৭ শতাংশ কমে বিক্রি হয় ৩৮.৪৮ ডলার।

বিবিসির খবরে বলা হয়, সৌদি আরবের নেতৃত্বে বৈঠকে ওপেকভুক্ত ও ওপেকের বাইরের দেশ অংশ নেয়। সৌদি চেয়েছিল, উৎপাদন কমিয়ে তেলের বাজার চাঙ্গা করতে। কিন্তু ইরান চায়, তেলের বাজার চাঙ্গা হোক আর না হোক উৎপাদন বাড়াতে। আর সেকারণে দেশটি বৈঠকে অংশ নেয়নি। ফলে পুরোপুরি ভেস্তে যায় তেলের উৎপাদন সীমিত করার চুক্তি।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে চাহিদার তুলনায় তেলের সরবরাহ বেড়ে যাওয়ায় গত ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে পণ্যটির দাম কমতে থাকে। ওই সময় এক ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয়েছে ১১৭ ডলার। গত দেড় বছরে এই দর কমতে কমতে ২৬ ডলারে এসে ঠেকে।

এরপরই নড়েচড়ে বসতে শুরু করে এর উৎপাদক দেশগুলো। আর তারই ধারাবাহিকতায় রোববার বৈঠক হয়। বৈঠকের তেলের উৎপাদন জানুয়ারির পর্যায়ে সীমিত করার চুক্তি হওয়ার কথা ছিল।

সানবিডি/ঢাকা/আহো