খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে বরিশাল
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৩ ১৫:০৫:৫৭
আবারও ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঢাকার শেষ পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচে টস জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা টাইগার্স।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হোম অব ক্রিকেট গ্রাউন্ড খ্যাত শের-ই-বাংলায় ম্যাচটি শুরু হয়।
এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে তামিম ও রাব্বিদের খুলনার। অন্যদিকে, প্লে-অফ নিশ্চিত হলেও সেরা দুইয়ে চোখ সাকিবের বরিশালের। সবশেষ ম্যাচে ঢাকার কাছে হার হিসেব বদলে দিয়েছে বরিশালের। শীর্ষ দুইয়ে থাকতে জয় ভিন্ন কিছু ভাবছে না সাকিবের দল
খুলনা টাইগার্স একাদশ : শাই হোপ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল জয়, ইয়াসির রাব্বি, আন্দ্রে বালবার্নি, মার্ক দেওল, হাসান মুরাদ, পল ভ্যান ম্যাকেরন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, শফিকুল ইসলাম।
ফরচুন বরিশাল একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সালমান ইমন, ফজলে রাব্বি, খালেদ আহমেদ, এবাদত হোসেন, ইফতেখার আহমেদ, ইবরাহিম জাদরান, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম।
এম জি