সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৪ ১১:০৭:৪৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ২৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০০ কোটি ০৯ লাখ ২৩ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলসের ১ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ৮১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৬৯ কোটি ২১ লাখ ৪৭ টাকা।

তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ১ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৩১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৮ কোটি ৪৮ লাখ ১১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আমারা নেটওয়ার্কের ১৩৯ কোটি ৪৬ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৩২ কোটি ৫৫ লাখ, ওরিয়ন ফার্মার ১১০ কোটি ৩৫ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০০ কোটি ৭৫ লাখ, শাইনপুকুর সিরামিকসের ৯৭কোটি ৭৫ লাখ, সী পার্লের ৯০ কোটি ৬৯ লাখ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৬২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস