বিপিএলের মাঝে হঠাৎ ওমরা করতে গেলেন সাকিব
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৪ ১১:৩০:১৩
শেষ চারে উঠে যাওয়া চার দলের মধ্যে রয়েছে ফরচুন বরিশাল। পয়েন্ট টেবিলে এখন তাদের অবস্থান দুই নম্বর স্থানে। এমন এক অবস্থায় হঠাৎ করেই ওমরাহ করতে সৌদি আরব চলে গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সাকিবের ওমরাহ হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল দলের মালিক মিজানুর রহমান।
১০ ম্যাচে পয়েন্ট তাদের ১৪। পরবর্তী দুই মাচ ৭ ও ১০ ফেব্রুয়ারি- যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে।
ফরচুন বরিশালের মিডিয়াম ম্যানেজার সিকান্দার আলী জানান, ৭ তারিখের আগে যেহেতু খেলা নেই, সে কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেলেন সাকিব। ৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসার কথা, যথারীতি ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি মাঠে নামবেন।
ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব। এখনও পর্যন্ত ৩৪৭ রান করেছেন তিনি। বল হাতে উইকেট নিয়েছেন ৬টি।
আই এইচ