১০টি গুণ অর্জন করলেই নবী রাসূলদের নমুনায় দুনিয়াতে গণ্য হবেন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০২-০৬ ১৪:৪৩:৫৬
মহান আল্লাহ মানবতার মুক্তির জন্য যুগে-যুগে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন। তারা মানুষকে মুক্তির পথ প্রর্দশন করতেন। নবী-রাসুলগণের গুণগুলো অর্জনের মাধ্যমে দুনিয়ায় কল্যাণ ও পরকালে মুক্তি নিহিত রয়েছে।
দুনিয়াতে নবী রাসুলদের নমুনায় যে ১০টি গুণ অর্জন করা অপরিহার্য-
১। সালামের অভ্যাস বাড়াতে হবে। সালাম সম্প্রীতি বাড়ায়। সালাম দুরত্ব দুর করে।সালাম আল্লাহর পক্ষ থেকে রহমতের সেতু বন্ধন গড়ে তোলে।
২। রাসূল (সা:) বিনা প্রয়োজনে কথা বলতেন না। তিনি অনর্থক কথাবার্তা এড়িয়ে চলতেন।
৩। রাসুল (সা:) অল্প সময়ও অযথা কাটাতেন না। তিনি একটু অবসর পেলেই আল্লাহর জিকিরে মসগুল হয়ে যেতেন।
৪। রাসুল (সা:) সহনশীল মানুষ ছিলেন। তার অভ্যাস ছিল সহনশীলতা। সহ্য করে নিতেন।পরমতকে সহিষ্ণুতার সঙ্গে দেখতেন।
৫। নবী কারীম (সা:) এর রাগ ছিল কিন্তু তিনি মেজাজী মানুষ ছিলেন না। মেজাজ পরিহার করতে হবে।
৬। রাসুল (সা:) সর্বদা সত্যের পক্ষে ছিলেন। তিনি মিথ্যার বিপক্ষে ছিলেন।
৭। রাসুল (সা:) পরস্পর সম্পর্ক জুড়ে দিতেন। তিনি সম্পর্ক ভাঙতেন না,সম্পর্ক গড়াতেন।
8। রাসুল (সা:) অবগত না হয়ে কারো সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়তেন না।
৯। রাসুল (সা:) হাদিয়া দিতেন,হাদিয়া নিতেন। হাদিয়া দেওয়া-নেওয়াতে সম্পর্ক বৃদ্ধি পায়। হাদিয়া দেওয়া-নেওয়া সুন্নাত।
১০। কারো থেকে প্রশংসার আশা না করা। রাসূল (সা:) কারো থেকে প্রশংসার আশা করতেন না।
আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ
এনজে