দর পতনের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৭ ১৬:০৫:১৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯৫ বারে ৮ লাখ ৬৪ হাজার ৮০৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ১৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৮১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৫ বারে ৫ লাখ ৫৩ হাজার ৯৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ক্যাবলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৩ বারে ১ লাখ ১৬ হাজার ৩৭০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২.৬৪ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ২.৫৩ শতাংশ, ই-জেনারেশনের ২.২০ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২.১৩ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ১.৭৮ শতাংশ, যমুনা ওয়েরের ১.৬৪ শতাংশ এবং জেমিনি সি ফুডের ১.৫৫ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস