টেক্সাসে বন্যায় ৫ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

প্রকাশ: ২০১৬-০৪-১৯ ১৩:৪৮:৩১


Houston20160419072422যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় পাঁচজনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন রাজ্যের গভর্ণর গ্রেগ আব্বোত্ত। খবর বিবিসির।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার হিউস্টনে ১৭ দশমিক ৬ ইঞ্চি পরিমান বৃষ্টিপাত হয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে ১২শ’ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম ওই অঙ্গরাজ্যের প্রায় ৭০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ওই এলাকার প্রায় ১ হাজার বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে। শহরের একটি বড় শপিং সেন্টারকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সানবিডি/ঢাকা/আহো