পাকিস্তানে বাস ও কারের মধ্যে সংঘর্ষ হয়ে খাদে পড়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার রাতে দেশটির খাইবার পাখতুনখাওয়ার কোহিস্তানে গাড়ি দুটির সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান জানান, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি কার আসছিল। নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও ৫ জন কারের যাত্রী।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতসংখ্যক যাত্রী ছিলেন, সে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে কারটিতে থাকা যাত্রীসংখ্যার তথ্যও জানার চেষ্টা চলছে।
এম জি