রাতে তুরস্ক যাচ্ছে বাংলাদেশি উদ্ধারকারী দল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-০৮ ১৫:৪৬:১৬
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে উদ্ধার অভিযানের জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের একটি দল প্রস্তুত করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
উদ্ধারকারী দলের তালিকায় যারা আছেন। তারা হলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক দিনমনি শর্মা, উপ পরিচালক ফয়সালুর রহমান, সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ, সিনিয়র স্টেশন অফিসার মো. জাকের হোসেন, লিডার মো. আবুল কালাম আজাদ, ফায়ার ফাইটার মহদেব সাহা, ফায়ার ফাইটার আসিফ খান, ফায়ার ফাইটার মো. ঝুমান রাজন, ফায়ার ফাইটার রোকনুজ্জামান, ফায়ার ফাইটার কাব্য কুমার, ফায়ার ফাইটার মো. সুজন আলী।
উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় এ পর্যন্ত ৯ হাজার ৬০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এম জি