শপথ নিলেন নব-নির্বাচিত ৬ সংসদ সদস্য
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-০৮ ১৮:৪১:০০
শপথ নিলেন নব-নির্বাচিত ছয়জন সংসদ সদস্য। বুধবার (৮ ফেব্রুয়ারি) সংসদ ভবনস্থ কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), বগুড়া-৪ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন (জাসদ), বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু (বাংলাদেশ আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মু. জিয়াউর রহমান (বাংলাদেশ আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ (বাংলাদেশ আওয়ামী লীগ) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঞা (স্বতন্ত্র)-কে শপথবাক্য পাঠ করান স্পিকার।
শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু, সংসদ সদস্য শিরীন আখতার, সংসদ সদস্য ফখরুল ইমাম, সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ও ফেরদৌসী ইসলাম।
এএ