ডিএসইতে ৬৭% কোম্পানির দরপতন

প্রকাশ: ২০১৬-০৪-১৯ ১৫:২২:৪৯


dse.sunbdঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্যসূচকের বড় ধরনের দরপতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আজ লেনদেনের পরিমাণও কমে গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গরবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টি কোম্পানির, দর কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।

আজ ডিএসইতে ৩৩৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৮৫ কোটি ৮৩ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ৭৯ লাখ টাকা।

এদিন ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৫৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৬ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪১৭ পয়েন্টে।

আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

সানবিডি/ঢাকা/আহো