পদোন্নতি পেলেন ডিএসই’র দুই জিএম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-০৮ ২১:৪৯:৪৮
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দুই জিএমকে সিনিয়র জিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সম্প্রতি ডিএসইর পর্ষদ সভায় এ পদোন্নতি দেওয়া হয়।
জানা যায়, ডিএসইর এইচআর এবং এডমিনের দায়িত্বে থাকা মোহাম্মদ সামিউল ইসলামকে জিএম (জেনারেল ম্যানাজার) থেকে সিনিয়র জিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এছাড়া, কোম্পানি সেক্রেটারী মোহাম্মদ আসাদুর রহমান এফসিএস জিএম (জেনারেল ম্যানাজার) থেকে সিনিয়র জিএম পদে পদোন্নতি পেয়েছেন।
প্রায় ২৭ বছর ধরে ডিএসইর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সামিউল ইসলাম। অন্যদিকে ২০০৯ সাল থেকে ডিএসইতে চাকরী শুরু করেন মোহাম্মদ আসাদুর রহমান।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ