যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০২-০৯ ১২:২৪:৫২


পাইপলাইন মেরামত কাজের জন্য কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোড়াদিয়া, দাশপাড়া, শাহেপ্রতাপ, চিনিশপুরসহ নরসিংদী এলাকায় সব শ্রেণির গ্রাহকের বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের শিলমান্দি ও পাঁচদোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এম জি