সোহরাওয়ার্দী উদ্যানে যুবকের মরদেহ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-০৯ ১২:৫৫:০৮
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে হৃদয় খান (৩৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, বেলা ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের লালন শাহ চত্বর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নাম হৃদয় খান, বাবার নাম টানু খান ও বাড়ি কেরানীগঞ্জের জিনজিরা ইমামবাড়ি বলে জানা গেছে।
তিনি আরও জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে, ওই যুবক মাদকাসক্ত। গাঁজা সেবন করতেন। থাকতেন উদ্যানের ভেতরেই। রাতে কোনো এক সময়ে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। সকালে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। তবে তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আই এইচ