জুলাইয়ে পুরোদমে চালু হচ্ছে উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-০৯ ১৫:১৪:১২
আগামী মার্চ থেকে আংশিক এবং জুলাই মাস থেকে রাজধানীর উত্তরা-আগারগাঁও পর্যন্ত পুরোদমে চালু হবে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এম এন সিদ্দিক বলেন, আগামী ১ মার্চ মিরপুর ১০ স্টেশন চালু হবে। বাকি থাকা স্টেশনগুলো মার্চ মাসের মধ্যেই চালু হবে।
ডিএমটিসিএলের এই কর্মকর্তা আরও বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশনই চালু হবে। এগুলোতে সীমিত পরিসরে চলাচল করবে মেট্রোরেল। এরপর চলতি বছরের জুলাই থেকে এসব স্টেশনে পুরোদমে চলবে।
এমন এন সিদ্দিক জানান, এমআরটি পাস কেনার ক্ষেত্রে বুথ নির্দিষ্ট করে দেয়া হবে।
আই এইচ