ডলারের বিপরীতে ভারতীয় রুপির আরও দরপতন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৯ ১৫:২৬:২০


যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতের মুদ্রার আরও দরপতন হয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) দীর্ঘমেয়াদে সুদের হার বৃদ্ধি অব্যাহত অব্যহত থাকায় ভারতীয় রুপির মূল্য হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কার্যদিবসের প্রথম ভাগে প্রতি ডলার বিক্রি হয়েছে ৮২ দশমিক ৬১ রুপিতে। আগের দিন বুধবার (৮ ফেব্রুয়ারি) ডলারপ্রতি দর ছিল প্রায় ৮২ দশমিক ৫০ রুপি।

ব্যবসায়ীরা বলছেন, দিনের শেষ ভাগে ডলার কেনাবেচা হতে পারে ৮২ দশমিক ৩০ থেকে ৮২ দশমিক ৮০ রুপিতে।

এক বেসরকারি ব্যাংক ব্যবসায়ী বলেন, আরও কিছুদিন কঠোর মুদ্রানীতি গ্রহণ করে যেতে পারে ফেড। এতে আকর্ষণ হারিয়েছে রুপি। ভারতের কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) নানা পদক্ষেপ নিয়েও কাজ হচ্ছে না।

শুধু ভারতের নয়, গ্রিনব্যাকের বিরুদ্ধে শক্তি হারিয়েছে এশিয়ার অধিকাংশ দেশের মুদ্রা। সেই সঙ্গে এই অঞ্চলের শেয়ারবাজারেও পতন ঘটেছে।

এম জি