দর বৃদ্ধির শীর্ষে সোনালী পেপার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৯ ১৬:০১:৫২
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৭০ বারে ৫ লাখ ৪৪ হাজার ৫০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৬২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সিলভা ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৬০ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৭৭০ বারে ৪৪ লাখ ১৯ হাজার ৬৩৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৯৪৭ বারে ৪ লাখ ৪৪ হাজার ৫৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৫১লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.৮৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৩.২৭ শতাংশ, বিচ হ্যাচারির ২.৯২ শতাংশ, এপেক্স স্পিনিং এন্ড নিটিংয়ের ২.২৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ২.১৩ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি ২.১২ শতাংশ এবং এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি (প্রাণ) ১.৯৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস