দর পতনের শীর্ষে আমরা নেটওর্য়াক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৯ ১৬:১৪:০২
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আমরা নেটওর্য়াক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৯শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬৯৮ বারে ২৮ লাখ ১৯ হাজার ৯৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮৮৩ বারে ১৬ লাখ ৯২৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ২৭৬ বারে ৬৮ লাখ ৩৯ হাজার ৭৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৬ কোটি ২৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২.৯০ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালসের ২.৬২ শতাংশ, প্রগতি ফাইন্যান্সের ২.৬১ শতাংশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ২.৫৯ শতাংশ, বসুন্ধরা পেপারের ২.৫৩ শতাংশ, জেএমআই হসপিটালের ২.৪৭ শতাংশ এবং মনোস্পুল পেপারের ২.৪২ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস