সন্তানকে নম্র ভদ্র ও আদর্শ বানাতে ৮টি কাজ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০২-০৯ ২০:৪০:৩৫


শিশুরা অনুকরনপ্রিয়। পিতামাতার আচরণের প্রভাব তাদের সঠিকভাবে গড়ে উঠতে বিশেষভাবে ভূমিকা রাখে।

যে ৮টি কাজ করলে সন্তানকে নম্র-ভদ্র ও আদর্শরুপে গড়ে তোলা যায়-

১। নিজেকে কোমল হতে হবে। সন্তানকে নম্র ভদ্র বানাতে নিজেকে আগে কোমল এবং নম্রতা শিখতে হবে।

২। সন্তানকে অন্যকে সাহায্য করতে শেখাতে হবে। সন্তানের মাঝে অন্যকে সাহায্য করার অনুভূতি জাগ্রত করাতে হবে।

৩। সন্তান ভুল করলে তাকে ক্ষমা চাইতে শেখান। নিজে ক্ষমা চাইতে শিখুন।

৪। অহংকারের মনোভাব। সন্তানের কাছ থেকে অহংকারের মনোভাব দূর করা শেখাতে হবে। এক্ষেত্রে নিজের অহংকার যেন সন্তানের সামনে প্রকাশিত না হয়। কোন তুচ্ছ বিষয় (পোশাক,স্কুল) ইত্যাদি নিয়ে সন্তান যেন অহংকার পোষণ না করে। সন্তান যেন লোক দেখানো কাজ না শেখে।

৫। সন্তানকে অন্যের ভালোগুণ গুলো খুজে পেতে শেখান। সমাজের সকল শ্রেণির মানুষকে সম্মান করতে শেখান। তারা যেন কোন শ্রেণি-পেশার মানুষ কে ছোট করে না দেখে।

৬। সন্তানকে ইসলামী সংস্কৃতি এবং অনুশাসনের বোধ জাগ্রত করান। বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা। অপরকে সাহায্য করা। ফকির-মিশকীন দেখলে নাক না শিটকানো। উচ্ছৃঙ্খল পোশাক না পরা। কোন সাংস্কৃতিক পরিমণ্ডলে তারা মিশছে সেই খেয়াল রাখা। নিজের পরিমণ্ডলও ঠিক রাখতে হবে।

৭। সন্তানকে অনুপ্রেরণামূলক গল্প শোনান। তাদেরকে নবী-রাসুল সাহাবাদের জীবনী শোনান। তাদেরকে সত্য গল্প শোনান।

৮। সন্তানকে সবরের শিক্ষা দেন। কোনকিছু চাওয়ার সঙ্গে সঙ্গে তা দিয়ে দেবেন না। তাকে মাঝে মাঝে অপেক্ষা করান। তার সব চাওয়া পূরণ করে দিবেন না। তার কথা শুনুন তার কথার দাম দিন। সন্তানকে সঙ্গে নিয়ে দীর্ঘ সময় নামাজ পড়ুন। ছোট থেকে তার নামাজের শিক্ষা দিন। সেইসঙ্গে সন্তানের মঙ্গলকামনা করে আল্লাহর কাছে দোয়া করুন।

এনজে