সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১১ ১২:০৪:৪৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৫ দশমিক ৯১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ৫২ লাখ ৪২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৩০ লাখ ৪৮ হাজার ৪০০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৫৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ কোটি ৫০ লাখ ৭৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫০ লাখ ১৪ হাজার ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৯ দশমিক ১৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৯২লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৮ লাখ ৪৫ হাজার ২০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– পপুলার লাইফের ৮.৯৮ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৭.৭৫ শতাংশ, সোনালী লাইফের ৭.৭৫ শতাংশ, পাইওনির ইন্স্যুরেন্সের ৭.৩৮ শতাংশ, বিডি থাই ফুডের ৭.২৩ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ৬.৬৬ শতাংশ এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৮ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস