অশ্বিন তোপে ইনিংস ব্যবধানে হার অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১১ ১৬:৪৭:৪৭


বর্ডার গাভাস্কার সিরিজের শুরু থেকেই ভারতের পিচ নিয়ে ভীত ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শেষ পর্যন্ত তাদের সে শঙ্কাই সত্যি হলো। প্রথম টেস্টের তৃতীয় দিনেই তারা স্বাগতিকদের কাছে কুপোকাত হয়েছে ইনিংস ও ১৩২ রানের ব্যবধানে।

ভারতের ৪০০ রানের বিপরীতে প্রথম ইনিংসে ১৭৭ রান করা অস্ট্রেলিয়া শনিবার (১১ ফেব্রুয়ারি) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গুটিয়ে গেছে শতরানের আগেই। রবীচন্দ্রন অশ্বিনের বোলিং তোপে তাদের ইনিংস থেমেছে মাত্র ৯১ রানে। টেস্টে ভারতের মাটিতে এটাই অজিদের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার ইনিংস।

১২ ওভার বল করে ৩৭ রান খরচায় অশ্বিন তুলে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া দুটি করে উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।

নাগপুরে এদিন ভারত তাদের প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হলে, ২২৩ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরু থেকেই উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার পড়ে স্বাগতিক স্পিনারদের রোষানলে। অশ্বিনের ঘূর্ণিতে পরাস্ত হয়ে দলের খাতায় ৭ রান যোগ হতেই আউট হন খাজা।

এরপর একে একে তার স্পিন বিষে পর্যদুস্ত হন ডেভিড ওয়ার্নার (১০), ম্যাট রেনশো (২), পিটার হ্যান্ডসকম্ব (৬) ও অ্যালেক্স ক্যারি (১০)। মাঝে মার্নাস লাবুশেনকে (১৭) লেগ বিফোরের ফাঁদে ফেলেন রবীন্দ্র জাদেজা।

ক্রিজের একপ্রান্ত আগলে অবশ্য প্রতিরোধের বার্তা দিয়ে যান স্টিভেন স্মিথ। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি টেইল-এন্ডার ব্যাটাররা। বাকি উইকেটগুলো ভাগাভাগি করে নেন মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল ও জাদেজা। ৫১ বল মোকাবিলায় ২৫ রানে অপরাজিত থাকেন স্মিথ।

নাগপুরে ইনিংস ও ১৩২ রানের জয়ে চার টেস্টের বর্ডার-গাভাস্কার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ১৭ ফেব্রুয়ারি।

এএ