ইনকাম ট্যাক্স না দেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১১ ১৯:২৮:৪৯


তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন দেশের মানুষকে ইনকাম ট্যাক্স না দেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে তিনটি গবেষণাগ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ রাজস্ব দেয়ার ক্ষেত্রে এক ধরনের অনীহা দেখায়। ইনকাম ট্যাক্স না দেয়ার এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

ট্যাক্স প্রদান পদ্ধতিতে বড় ধরনের সংশোধন দরকার জানিয়ে মন্ত্রী বলেন, দেশে ট্যাক্স প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে হবে। রাজস্ব আদায় দেশ গঠনে ভূমিকা রাখে। সঠিকভাবে রাজস্ব আদায় সম্ভব না হলে দেশ আগাবে না।

অনুষ্ঠানে সাবেক পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ড. সৈয়দ মো. আমিনুল করিম ও ব্যাংকার ড. মো. আরিফুল ইসলামের লেখা তিনটি গবেষণামূলক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এএ