তুরস্কে ধ্বংসস্তূপে লুটপাট, গ্রেফতার ৪৮
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১২ ১০:৫৭:৪২
তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে লুটপাটের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রোববার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, দেশটির ভিন্ন ভিন্ন আটটি প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
এর আগে, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সিরিয়া ও তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং এরপর আরও অনেকগুলো আফটারশক হয়।
এ ভূমিকম্পে সবশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে তুরস্কে ২৪ হাজার ৬১৯ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৫৭৫ জন মারা গেছেন।
এম জি