দর পতনের শীর্ষে ইস্টার্ন হাউজিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১২ ১৬:২৩:২০
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৪০১ বারে ১৫ লাখ ৫২ হাজার ১৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে শাইনপুকুর সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৫১০ বারে ৫০ লাখ ৮০ হাজার ৭০৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ কোটি ৭৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৩৪৬ বারে ২৮ লাখ ৭৫ হাজার ১০৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ৬.০৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৬.০৩ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৫.৪২ শতাংশ, জেএমআই হসপিটালের ৫.৩১ শতাংশ, বসুন্ধরা পেপারের ৫.০৬ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.০২ শতাংশ এবং আমরা নেটওর্য়াকের ৪.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস