গাজীপুরে এটিএম বুথে ডাকাতি : হোতাসহ আটক ১০

প্রকাশ: ২০১৬-০৪-২০ ১৩:৫০:৩৬


ফাইল ছবি
ফাইল ছবি 

গাজীপুরের কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ডাকাতির ঘটনায় মূল হোতা রুবেলসহ তার ৯ সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বুধবার (২০ এপ্রিল) সকালে র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী  পরিচালক (এএসপি) মিজান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গাজীপুর থেকে এটিএম বুথ ডাকাতির ঘটনায় মূল হোতা রুবেলসহ তার ৯ সহযোগীকে মঙ্গলবার দিবাগত রাতে আটক করে র‌্যাব।

ওই সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। দুপুরে র‌্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। এ সময় ডাকাতদের কাছ থেকে নগদ ৯ লাখ ৪ হাজার ৮৪৫ টাকাও উদ্ধার করা হয়।

গত ২ মার্চ বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হরিণহাটি এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা সরবরাহের সময় এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা এক কোটি ৮৪ লাখ টাকা লুট করে।

‘মানিপ্ল্যান্ট’ নামের একটি নিরাপত্তা ও এটিএম ব্যবস্থাপনা সেবাদানকারী প্রতিষ্ঠান ওই অঞ্চলের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ ও ফার্স্ট ট্র্যাকে টাকা সরবরাহের কাজ করে। ওিই রাতে তারা হরিণহাটি বুথে টাকা পৌঁছে দেয়ার সময় ডাকাতির ঘটনা ঘটে।

সানবিডি/ঢাকা/বিএম/এসএস