ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-১৩ ১৫:০৮:৫৯
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. সুমন শেখকে (৩৮) মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন আদালত।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষনা করেন।
রায় ঘোষণার সময় সুমন শেখ আদালতে উপস্থিত ছিলেন। তার বাড়ি রাজবাড়ী সদর বিনোদপুরের নিউকলোনীতে।
মামলার বিবরনীতে জানা যায়, ফদিরপুর শহরের চরকমলাপুরের ভাড়া বাড়িতে গত ১৫ আগষ্ট ২০১৮ তারিখে স্ত্রী মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাস রোধ করে হত্যা করে সুমন। পরে বিষয়টি গোপন করতে হত্যাকান্ডে ব্যবহৃত ওড়না মমতাজের গলায় বেঁধে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে পালিয়ে যায় ।
এই ঘটনায় গত ১৭ আগষ্ট নিহতের বোন আকলিমা বেগম বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যামামলা করেন।
আই এইচ