দর বৃদ্ধির শীর্ষে এপেক্স স্পিনিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৩ ১৫:৪৯:১৯


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটি ৯৪৭ বারে ১ লাখ ৩৪ হাজার ৭৫১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এপেক্স ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ২২৫ বারে ৬ লাখ ২৭ হাজার ৩৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৮০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৬৫ বারে ৭ লাখ ৬৫ হাজার ৩৭৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৯৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আল-হাজ্ব টেক্সটাইলের ৬.৪০ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৫.৫১ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৯০ শতাংশ, আমরা নেটওয়ার্কে ৪.৭৪ শতাংশ, জেমিনি সি ফুডের ৪.৬৮ শতাংশ, ওয়াইমেক্স ইলেকট্রোডের ৪.৪৩ শতাংশ এবং বসুন্ধরা পেপারের ৪.০৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস